1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তরিকত চর্চায় আল্লামা হাফেজ শাহ বজলুর রহমান (রাঃ) উজ্জল নক্ষত্র ছিলেন - পবিত্র মহান ৮ ছফর এর ওরশ শরীফে বক্তারা - NEWSTVBANGLA
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

তরিকত চর্চায় আল্লামা হাফেজ শাহ বজলুর রহমান (রাঃ) উজ্জল নক্ষত্র ছিলেন – পবিত্র মহান ৮ ছফর এর ওরশ শরীফে বক্তারা

চট্টগ্রাম থেকে: স ম জিয়াউর রহমান

বৃটিশ বিরোধী আন্দোলন,খিলাফত আন্দোলন সহ এ দেশের স্বাধীকার আন্দোলনে এবং শরীয়ত,তরিকত ও মানব কল্যানমূলক কর্মকান্ডে সৈয়দুল আজম হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর অবদান অনন্য এবং অবিস্মরণীয়। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ সহদেশ ,জাতি,মানবতার কল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে দরবার এ বেতাগী আস্তানা শরীফ অসাধারন ভাবে ভূমিকা পালন করে আসছে । আর এই সকল কার্যক্রমের অনন্য প্রেরণা হলেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা তরিকত চর্চার উজ্জল নক্ষত্র আল্লামা হাফেজ শাহ বজলুর রহমান (রাঃ), যিনি পবিত্র নগরী মক্কার মিনা মসজিদে খাইফে শায়িত আছেন ।

তারই ওরশ শরীফের মাহফিলে বক্তারা এ কথা গুলো বলেন। উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ও তাহার পিতা হয়রত শাহ রাহাত আলী (রহঃ) এর ১১৫তম ওরশ শরীফ ৩ আগষ্ট রবিবার দরবার এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদায় সম্পন্ন হয় ।

ওরশ শরীফ উপলক্ষে কার্যক্রমের মধ্যে ছিল ৫ ছফর বৃহস্পতিবার বাদ আছর হতে হতে ৮ ছফর পর্যন্ত ৩ দিন ব্যাপী এতেকাফ , পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে সুরা ইখলাছ শরীফ, খতমে সুরা মুজাম্মেল শরীফ, খতমে ইউনুছ শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে দালায়েলুল খায়রাত শরীফ, খতমে হিজবুল বাহার শরীফ, খতমে খাজেগান শরীফ, জিকির শরীফ ,মিলাদ মাহফিল এবং আলোচনা সভা, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। এবারের এতেকাফে অংশগ্রহন করেন ৩৭ জন পুরুষ ও ৮৬ জন মহিলা। বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) সভাপতিত্বে শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশন করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান ।

মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ¦ আল্লামা ইলিয়াছ নুরী, আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর জীবন,কার্যক্রম,সাংগঠনিক অবদান, তরিকত চর্চায় উনার অবদান সম্পর্কে সারগর্ভ আলোচনা উপস্থাপন করেন দরবারের মেজ সাহেবজাদা শাহজাদা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ । খতমে হিজবুল বাহার শরীফ ও খতমে দালায়েলুল খায়রাত শরীফ এর ফজিলত সম্পর্কে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত হযরতুলহাজ¦ মাওলানা মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী (মাঃজিঃআলী)।

ওরশ শরীফের মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান ফরিদ, হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা গাজী শেরেবাংলা আজিজুল হক আলকাদেরী (রাঃ) এর বড়সাহেবজাদা মাওলানা আমিনুল হক আল কাদেরী, বিশিষ্ঠ আইনজীবি এডভোকেট এ.এফ. মঈনুদ্দিন আহমদ, লোহাগাড়া দরবার এ হযরত শাহ পেঠান (রহঃ) সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ জিল্লুর রহমান মাইজভান্ডারী, ফতেপুর দরবার শরীফের শাহজাদা ফকরে শামসুল আরেফীন ফতেপুরী, কালুরঘাট সিএন্ডবি ইউনুস ভান্ডার দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ মুছা ( বড় মিয়া), ঢাকা আজিমপুর দায়রা শরীফের খলিফা আলহাজ্ব কাজী মোরশেদ কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়নগঞ্জ জেলার অন্যতম সংগঠক মাওলানা মুফতী আলী আকবর, মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, বিশিষ্ঠ সমাজসেবক আবদুর রহিম, সাংবাদিক আলী আক্কাস নুরী, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, হাফেজ মাওলানা আবদুল হাই, মাওলানা আবু জাফর, মাওলানা হাবিবুর রহমান ফারুক,মাওলানা রফিকুল ইসলাম রজভী, আবু বকর মাইজভান্ডারী, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম,মাওলানা মোহাম্মদ রায়হান, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা আহমদ করিম নঈমী, শাহজাদা শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মোহাম্মদ মাহবুবুর রহমান (মওলানা), শাহজাদা গোলাম আলী, শাহজাদা শফিকুর রহমান, শাহজাদা মুহাম্মদ হাসান, শাহজাদা মুহাম্মদ হোসাইন, শাহজাদা লুৎফর রহমান, শাহজাদা সাইফুর রহমান, শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, শাহজাদা মিজানুর রহমান শাহতাব, শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান সাকলাইন, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ আলমগীর, এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, মোহাম্মদ শামীম মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন,মধ্য বেতাগী শাখার সভাপতি মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, সাধারণ সম্পাদক মাস্টার এহসানুল করিম, মোহাম্মদ সোলায়মান সহ বিভিন্ন দরবারের সাহেবজাদা,উলামায়ে আহলে সুন্নাত গণ উপস্থিত ছিলেন । তবারক বিতরনের মধ্য দিয়ে ওরশের কার্যক্রম সম্পন্ন হয় ।

হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । বর্তমানে উনার নামে প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ২৪ টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট