সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তবে কি সহ-অধিনায়ক ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান?

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মে, ২০২৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে সবকটি দেশ। বিশ দলের এই আসরে সবার শেষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১ জুন প্রথমবারের মতো বিশ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাতে বসতে চলেছে  টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১তম আসর। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে বর্তমানে ম্যান ইন গ্রিনরা ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মতামত প্রকাশ করেছে। তাদের ভাষ্যমতে এই বিশ্বকাপের জন্য শাহিন আফ্রিদি কেন, কাউকেই নাকি বোর্ড থেকে সহ-অধিনায়ক হবার প্রস্তাব দেয়া হয়নি। তারা আরো জানিয়েছে, দলের মধ্যে এখন কোনো মতবিরোধ নেই। বিশ্বকাপকে সামনে রেখে দলের সকলের লক্ষ্য এখন এক এবং তারা এখন তা নিয়েই কাজ করছে।

২০২৩ বিশ্বকাপে ভরাডুবির পর বাবর আজম তিন সংস্করণ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেন। তারপরেই পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। যদিও তার অধিনায়কত্বের সময়কাল খুব বেশি দীর্ঘ হয়নি। মাত্র একটি সিরিজেই দায়িত্ব পালনের সুযোগ পান তিনি। নিউজিল্যান্ডের সাথে হওয়া সেই সিরিজে ৪-১ ব্যবধানে পরাজিত হয় টিম পাকিস্তান। এরপরেই বোর্ড তাকে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।