অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।
আজ উপাচার্যের বাসভবন কার্যালয়ে অধ্যাপক ড. ওলাভ মুরলিংক এবং অধ্যাপক ড. কামরুল আলম সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলেন। বিশেষ করে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যপারে আলোচনা করেন। এছাড়া শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় অব্যাহত রাখতে দুই বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ণ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘অফশোর পিএইচডি প্রোগ্রাম’ চালুর ব্যাপারেও তারা কথা বলেন।

রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি