রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকার বিপক্ষে চারবারের চ্যাম্পিয়ন জয়ের নায়ক হলেন: তাওহীদ হৃদয়

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

মনে রাখার মতো একটা রাত পার করলেন তাওহীদ হৃদয়। বাংলাদে  প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল রাতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে চার  উইকেটের নাটকীয় জয় তুলে নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন। চারবারের চ্যাম্পিয়নদের এই জয়ের নায়ক তাওহীদ কার দেওয়া ১৭৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষদিকে কঠিন সমীকরণের মুখে পড়ে যায় কুমিল্লা।

এরপরও হাল ছাড়েননি হৃদয়। দারুণ এক শতকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন বগুড়ার এই ক্রিকেটার। ৫৭ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন হৃদয়। আট চারের পাশাপাশি হাঁকিয়েছেন সাতটি ছয়ের মার। এটা টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি।

উইল জ্যাকস, লিটন দাস, রেইমন রেইফার, ইমরুল কায়েসদের ব্যর্থতার দিনে সেঞ্চুরি করে প্রায় একা হাতে দলের বোঝা বয়ে নিয়ে গেছেন হৃদয়। যদিও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের কোনো চিন্তাই ছিল না তার। সেঞ্চুরির চাইতে দলের জয়কেই বেশি প্রাধান্য দিয়েছিলেন তিনি।

হৃদয় বলেন, ‘তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে আসতে চেয়েছি। আমি শতকের জন্য খেলিনি। এমনকি ৯০ রানের পরও না। চেষ্টা করেছি ম্যাচটা শেষ করে আসার। সব ব্যাটসম্যানের স্বপ্ন থাকে সেঞ্চুরি করার। গত বছরও আমার সে সুযোগ ছিল। সেবার পারিনি। এবার হয়েছে। উইকেট গেলেও আমার পরিকল্পনা থাকে মেরে খেলার।’

বাংলাদেশের ক্রিকেটারদের যে মেরে খেলায় অভ্যস্ত নয় সেটা স্বীকার করেছেন হৃদয়, ‘আমি মনে করি আমরা এ রকম পরিস্থিতিতে অভ্যস্ত নই। আমরা যখন আস্তে আস্তে খেলতে থাকব তখন বিষয়টা বদলে যাবে। সামনেও যখন এ রকম ছয় মারতে পারব, আমাদের ব্যাটার মারবে তখন আত্মবিশ্বাসটা চলে আসবে। মনে হবে যে মারলে ছয় হবে।’