1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকায় সিঙ্গাপুর ম্যানেজার, বাফুফের ‌‘দৌড়’ মেইল চালাচালিতে - NEWSTVBANGLA
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন

ঢাকায় সিঙ্গাপুর ম্যানেজার, বাফুফের ‌‘দৌড়’ মেইল চালাচালিতে

প্রতিনিধি

১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচ উপলক্ষ্যে দেড় মাস আগেই ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের ম্যানেজার এরিক। তিনি হোটলে, ম্যাচ ভেন্যু, অনুশীলন গ্রাউন্ড সহ সকল কিছুই পরিদর্শন করেছেন।

ফুটবলে পরিকল্পিত দেশ বা ক্লাব অ্যাওয়ে ম্যাচের আগে কর্মকর্তাদের পরিদর্শন খুবই স্বাভাবিক ঘটনা। সিঙ্গাপুর সেটাই অনুসরণ করেছে। অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে বিড়মন্বায় যেন পড়তে না হয় এজন্যই আগেভাগে সুযোগ-সুবিধা পরখ করে নেয়া। ফুটবল বিশ্ব যখন এই পথে বাংলাদেশ সেখানে ভিন্ন পথে। এখনো ফেডারেশন টু ফেডারেশন মেইল চালাচালিতে সীমাবদ্ধ। পরবর্তীতে অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি। গুরুত্বপূর্ণ ম্যাচ বা টুর্নামেন্টের আগে দেশের বাইরে ফেডারেশনের এক্সিকিউটিভ বা কর্মকর্তা পাঠানোর রেওয়াজ বাংলাদেশের নেই। আগে কেউ না গেলেও খেলার সময় কর্তাদের দল ভারি হওয়ার ঘটনা অসংখ্য।

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন আমের খান। ১০ জুন ম্যাচে কে থাকবেন এটা এখনো ঠিক হয়নি। বাংলাদেশে ম্যাচ/টুর্নামেন্ট ভেদে ম্যানেজার ঠিক করা হয়। এই পদে পেশাদার একজন নিয়োগের পক্ষে আমের খান, ‘সিঙ্গাপুরের এরিক আরো এক মাস আগেই আমার সাথে যোগাযোগ করেছে। তিনি গত পরশু এসে সকল কিছু দেখছেন। এটাই পেশাদার ম্যানেজারের দায়িত্ব। আমাদেরও এটা অনুসরণ করা দরকার।’

আজ দুপুরে সিঙ্গাপুরের ম্যানেজার এরিক জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছেন। এই সময় বাফুফে নির্বাহী সদস্য ছাইদ হাসান কাননও সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে সিঙ্গাপুরের ম্যানেজার গণমাধ্যমে বলেন,‌ ‘আমি সব কিছু দেখেছি ভালোই লাগল। আশা করছি ১০ জুন একটি ভালো ম্যাচ অনুষ্ঠিত হবে।’ এএফসির নিয়মানুসারে ৪৮ ঘন্টা আগে সফরকারী দলকে আথিতেয়তা দিতে বাধ্য স্বাগতিক দল। সিঙ্গাপুর কবে আসবে সেটা এখনো নিশ্চিত করেনি। তবে বাফুফের ধারণা, ৮ জুন সিঙ্গাপুরে ঢাকায় পৌঁছে সোনারগাও হোটেলে উঠার কথা। বাংলাদেশ দল ইন্টার কন্টিনেন্টালই ক্যাম্প করবে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তিনি মাত্র একটি আনুষ্ঠানিক সভা করেছেন। হেড কোচ হ্যাভিয়ের, সহকারী কোচ হাসান আল মামুন ছাড়া ফিটনেস কোচ, ফিজিও, ট্রেইনার ও গোলরক্ষক কোচ অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয় ফেডারেশন। তাবিথ আউয়াল এই পদগুলোতে স্থায়ী স্টাফ নিয়োগের পরিকল্পনা করলেও এখনো বাস্তবায়ন হয়নি। বসুন্ধরা কিংসের কোচিং স্টাফ জাতীয় দলেও ব্যবহার করছে ফেডারেশন। সাম্প্রতিক সময়ে এটা তুমুল সমালোচনার মধ্যে পড়েছিল। জুন ম্যাচের জন্য বাফুফে কোন পথে হাটবে সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট