রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকায় নয় সাবিনাদের সাফ কাঠমান্ডুতে

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুন, ২০২৪

নারী সাফ চ্যাম্পিয়নশীপের ভেন্যুর বিষয়টি ঝুলে ছিল অনেক দিন। আজ সাফের কম্পিটিশন কমিটির সভায় এর নিষ্পত্তি হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭-৩০ অক্টোবর সাফ নারী চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। 

সাফ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বাফুফে। সাফও বাংলাদেশের ব্যাপারে প্রাথমিকভাবে ইতিবাচক ছিল। স্টেডিয়াম সমস্যা বাংলাদেশকে পিছিয়ে নেয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার এখনো চলছেই। বাফুফে কিংস অ্যারেনা বিকল্প ভেন্যু হিসেবে উপস্থাপন করলেও সাফ নেপালের দশরথ স্টেডিয়ামকেই বেছে নিয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ভেন্যু নির্ধারণ সম্পর্কে বলেন, ‘এই টুর্নামেন্টে সাতটি দেশই অংশগ্রহণ করবে। ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নেয়া হয়েছে।’ বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভুটানও আগ্রহী ছিল স্বাগতিক হতে। ভুটানে প্রতি দিন সব দেশ থেকে ফ্লাইট নেই এই জটিলতায় সাফ বড় টুর্নামেন্ট সেখানে দিতে সাহস পায়নি।

সাফ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বাফুফে। সাফও বাংলাদেশের ব্যাপারে প্রাথমিকভাবে ইতিবাচক ছিল। স্টেডিয়াম সমস্যা বাংলাদেশকে পিছিয়ে নেয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার এখনো চলছেই। বাফুফে কিংস অ্যারেনা বিকল্প ভেন্যু হিসেবে উপস্থাপন করলেও সাফ নেপালের দশরথ স্টেডিয়ামকেই বেছে নিয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ভেন্যু নির্ধারণ সম্পর্কে বলেন, ‘এই টুর্নামেন্টে সাতটি দেশই অংশগ্রহণ করবে। ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নেয়া হয়েছে।’ বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভুটানও আগ্রহী ছিল স্বাগতিক হতে। ভুটানে প্রতি দিন সব দেশ থেকে ফ্লাইট নেই এই জটিলতায় সাফ বড় টুর্নামেন্ট সেখানে দিতে সাহস পায়নি।