সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ড্রোন দিয়ে রমজানের চাঁদ অনুসন্ধান করবে আমিরাত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বের প্রথম দেশ হিসেবে ড্রোন ব্যবহার করে পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধান করবে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফতোয়া কাউন্সিল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে। আজই দেশটিতে রমজান চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরমধ্যে যুক্ত করা হয়েছে ড্রোনও। এসব ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত থাকবে।

আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র কয়েকদিন আগে জানায়, এ বছর ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছে, তাদের হিসাব-নিকাশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব সহজে রমজানের চাঁদের দেখা মিলবে। তবে যদি চাঁদ না দেখা যায় তাহলে, দেশটিতে ২ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস।

এদিকে সবার আগে এবার আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ জানিয়েছেন, কাল ১ মার্চ হবে রমজানের প্রথম দিন।

তিনি অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়া। দেশটির প্রধান দুটি শহর পার্থ ও সিডনিতে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ।

সূত্র: খালিজ টাইমস