ঢাকা জেলা ডিবি উত্তরের বিশেষ অভিযানের ৭ কেজি গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, এর দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এস.আই মোহাম্মদ আনোয়ার হোসেনের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন।
গেল ২৩ তারিখ রাতে আনুমানিক সাড়ে আটটার দিকে সাভারের বিরুলিয়া এলাকার ভাগ্নি বাড়ি হতে মোঃ মোবারক হোসেন আমিরের ছেলে মোঃ মোজাম্মেল হোসেন ও একই এলাকার মোঃ ওমর আলীর ছেলে মোঃ শাহাবুদ্দিন এবং জয়পুরহাট জেলার মোঃ বিপুলের ছেলে অন্তর ইসলামকে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।