মঙ্গলবার , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে বিজয়।

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সর্বশেষ বিপিএলে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। তবে চলমান ডিপিএলে রীতিমতো উড়ছেন এই ওপেনার। ঈদের আগে গতকালই ছিল ডিপিএলের শেষ দিন। ৮ রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে বিজয়।

৮ ম্যাচ খেলে বিজয় করেছেন ৫৩০ রান। যেখানে তার ব্যাট থেকে এসেছে ১৬ ছক্কা আর ৪৭ চার। তালিকার দুই নম্বরে রয়েছেন ৮ ম্যাচ খেলা প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ।
দেশের ঘরোয়া প্রতিযোগিতা এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে গত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম। সবশেষ বিপিএলেও এই বাঁহাতি ব্যাটার সর্বোচ্চ রান করেছিলেন। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) নামের ব্যাটে রান আসছে।

সবমিলিয়ে ৪৯১ রান করেছনে নাঈম। যেখানে তার স্ট্রাইকরেটও (প্রায় ১২৩) আকর্ষণীয়। চার মেরেছেন ৫০ টি, সঙ্গে ছক্কা মেরেছেন ২৩টি।

তালিকার তিন নম্বর স্থানে রয়েছেন ইমরুল কায়েস। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ৮ ম্যাচ খেলে করেছেন ৪৩০ রান। চার মেরেছেন ২৯টি, ছক্কা মেরেছেন ১৯টি। তালিকার চার নম্বরে রয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি করেছেন ৪১৩ রান। আবাহনীর এই ওপেনার চার মেরেছেন ৩৯টি, ছক্কা মেরেছেন ১৯টি।

তালিকার পাঁচ নম্বরে রয়েছেন নুরুল হাসান সোহান। ৮ ম্যাচ খেলা অধিনায়ক মিডল অর্ডারে ব্যাট করে করেছেন ৪০১ রান। যেখানে চার মেরেছেন ৪০টি, ছক্কা মেরেছেন ১০টি।