শ্রীলঙ্কার বিপক্ষে টানটান লড়াইয়ের ম্যাচে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরুর পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে লো স্কোরিং ম্যাচে ৪ রানের হারে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বিচারে ডাচদের চেয়ে এগিয়েই থাকবে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দু’বার হারিয়েছে টাইগাররা। ২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।