1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা - NEWSTVBANGLA
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

প্রতিনিধি

আজ ছুটিরদিন শুক্রবারেও সকাল থেকেই শহরের চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড, আমতলা মোড়, আর্টগ্যালারি, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। এর আগে গত ৬ আগস্ট থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক না থাকায় দায়িত্ব পালন শুরু করেন শিক্ষার্থীরা। শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় গিয়ে দেখা যায়, মুখে বাঁশি ও মাথায় ছাতা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। তাদের কথা শুনছেন সাধারণ মানুষও।

দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা পথচারিদের ও চালকদের গাড়ি ইউটার্ন নিতে নিষেধ করে ট্রাফিক আইন মানার জন্য অনুরোধ করছেন। বিশেষ করে হেলমেটবিহীন মটরসাইকেল চালকদের অনুরোধ করছেন হেলমেট পরে গাড়ি চালানোর জন্য। শহরের চৌরাস্তায় বেলা ১১টায় টার দিকে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে আদর, গালিব, রাতুল, আবির, তুষার, নিশাত, আরমান, রোহান, আবির সিনিয়রসহ বেশকিছু শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। সঙ্গে বেশ কয়েকজন আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন।

মো. কুরবান আলী নামে এক অটোচালকের সঙ্গে কথা হলে তিনি জানান, খুবই ভালো কাজ করছে আমাদের ছাত্র-ছাত্রীরা। আর এই শিক্ষার্থীদের আমরাও সহযোগিতা করছি। তাদের এ উদ্যোগকে সাধুবাধ জানাই। আদনান বখত চৌধুরি রোহান নামের এক শিক্ষার্থী জানায়, সড়কে যেন যানজট ও বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমরা স্বেচ্ছায় কাজ করছি। আশা রাখি খুব শিগগির দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আসিফ নামের আরেক শিক্ষার্থী বলেন, মাঠে এখন ট্রাফিক পুলিশ নেই। এজন্য সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করছি।

যতদিন ট্রাফিক পুলিশ তাদের দায়িত্বে না ফিরবে, ততদিন আমরা এই দায়িত্ব পালন করে যাবো। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, শিক্ষার্থীরা অনেক ভাল ও মহৎ একটি কাজ করছে। পুলিশকে ও ট্রাফিক পুলিশকে সহযোগিতার মাধ্যম্যে শিক্ষার্থীরা দেশ ও জাতিকে সহযোগিতার যে বার্তা দিচ্ছে সেটা সত্যিই অনন্য। এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মনতোষ কুমার দে বলেন, শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে যে কাজ করছে তা সত্যি প্রশংসার দাবি রাখে।

আর তরুণ ও নতুন প্রজন্ম সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে সহযোগিতা করছে তা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা প্রত্যাশা করছি, এই প্রজন্মের ছেলে মেয়েরা দেশকে ভালোবেসে যে ধরণের কাজ করছে তা সত্যিই অনুকরণীয় বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়াত হোসেন বলেন, চলমান পরিস্থিতি সবাই যেন শান্ত ও স্বাভাবিক থাকে, সে জন্য আমরা সবাই কাজ করছি। আর শিক্ষার্থীরা যেভাবে নাশকতা ঠেকাতে এগিয়ে এসেছে এবং তারা যেভাবে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তা সত্যিই গর্বের ও প্রশংসার। তেমনি শিক্ষার্থীদের মতো সবাইকে সচেতনতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট