সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ট্রাইব্যুনালে মোবাইল নিয়ে প্রবেশে বাধা, সাংবাদিকদের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে মোবাইলসহ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হলে সাংবাদিকরা মোবাইলসহ ট্রাইব্যুনালে প্রবেশ করতে যান।

এসময় গেটের সামনে দায়িত্বরত কর্মীরা বলেন, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল রেখে তারপর ভেতরে যেতে হবে।

উপস্থিত গণমাধ্যম কর্মীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও মোবাইল নিয়ে আমাদের প্রবেশের সুযোগ রয়েছে। ট্রাইব্যুনালেও আমরা মোবাইল নিয়ে প্রবেশের সুযোগ চাই। হাসিনা আমলের ট্রাইব্যুনালে সাংবাদিকদের মোবাইল নিয়ে নিষেধাজ্ঞার নিয়ম প্রত্যাহার চাই।