সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। যদিও বিষয়টি নিয়ে এতদিন কিছু বলেননি তাসকিন। অবশেষে টেস্ট খেলতে না চাওয়া নিয়ে মুখ খুললেন ঢাকা এক্সপ্রেস।মূলত কাঁধের পুরনো চোটের কারণে টেস্ট থেকে দূরে থাকতে চান তাসকিন। গত বছরের জুনের পর আর এই ফরম্যাটের ক্রিকেটে দেখা যায়নি গতি তারকাকে। কাঁধের চোটের কারণে সবশেষ একাধিক সিরিজ মিস করেছেন। এই চোট বেড়ে গেলে সুস্থ হওয়ার জন্য নিশ্চিতভাবেই সার্জারি করতে হবে।
এজন্য মাঠের বাইরে থাকতে হবে দীর্ঘ সময়। এরপর বাইশ গজে ফিরে পারফম্যান্স কেমন হয় সেটা নিয়েও আছে শঙ্কা। তাই সব শঙ্কাকে দূরে রাখতে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিরতিতে যেতে চান তাসকিন।
তাসকিন বলেন, ‘বিশ্বকাপের সময় যখন এমআরআই করিয়েছিলাম তখন আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল। এখনও আমার রিহ্যাব ম্যানেজ করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক টিয়ার আরেকটু বড় হলে সার্জারি করতে হবে। সার্জারি করলে দেখা যায় আমাকে আট মাস থেকে এক বছরের মতো বাইরে থাকতে হবে। এরপর মাঠে ফিরে রিদম পাব কিনা কে জানে!’