সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে বৃষ্টির পূর্বাভাস, খেলা না হলে শিরোপা কার?

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জুন, ২০২৫

ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত মাঠ লর্ডস। সেখানেই বসছে ফাইনালের আয়োজন। বাংলাদেশ সময় বুধবার থেকে ইংল্যান্ডের এই মাঠে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। দুই দলই এরইমাঝে ঘোষণা করে ফেলেছে সেরা একাদশ। চলছে শেষ সময়ের মানসিক প্রস্তুতির যুদ্ধ।

পাঁচদিনের এই ফাইনাল শেষেই নির্ধারণ হবে কার হাতে আগামী দুই বছরের জন্য টেস্টের শ্রেষ্ঠত্বের প্রতীক থাকছে। তবে খেলা যে পাঁচদিনই মাঠে গড়াবে এমন নিশ্চয়তা দেয়া কঠিন। লন্ডনের আবহাওয়া  বরাবরই অনিশ্চিত। বৃষ্টির সম্ভাবনা আছে এই ম্যাচের সময়েই।

আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচের প্রথম দিন, চতুর্থ দিন এবং পঞ্চম দিন স্টেডিয়াম সংলগ্ন সেন্ট জোন্স এলাকায় দিনের বেশির ভাগ সময় রোদ থাকবে। মাঝে মাঝে আকাশে হালকা মেঘও থাকবে। কিন্তু বৃহস্পতি এবং শুক্রবার ফাইনালের দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা আছে। আর সেজন্য খেলা নষ্টও হতে পারে।

বৃষ্টির কারণে ম্যাচের ওভার নষ্ট হলে ফাইনাল বিবেচনায় রিজার্ভ ডে হিসেবে বাড়তি এক দিন রাখা হয়েছে। ১৫ জুন পঞ্চম দিনেও পুরো খেলা আয়োজন না করা গেলে ম্যাচ গড়াবে ১৬ জুন ষষ্ঠ দিনে। তবে যদি ৬ দিনেও ম্যাচে ফল না আসে সেক্ষেত্রে ম্যাচ ড্র, টাই বা পরিত্যক্ত হিসেবে শেষ হবে।

আইসিসির নিয়ম অনুযায়ী, এমন ঘটনার ক্ষেত্রে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই ফাইনালের ক্ষেত্রেও ছিল এই নিয়ম। এর মাঝে ২০২১ সালে প্রথম আসরে নিউজিল্যান্ড ভারতকে ফাইনালে হারিয়েছিল ষষ্ঠ দিনে গিয়ে। সেবার বৃষ্টির কারণে ম্যাচের প্রথম এবং চতুর্থ দিনে একটি বলও খেলা হয়নি।

২০২৩ ফাইনালে অবশ্য বৃষ্টি বাঁধা দেয়নি। ম্যাচের পঞ্চম দিনে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবার সাফল্য ধরে রাখতে পারছে কি না, সেটাই দেখার বিষয়। চোখ থাকবে দক্ষিণ আফ্রিকার দিকেও। গেল কয়েক আইসিসি আসরে দারুণ ছন্দে থাকা দলটার সামনে এবার ট্রফিখরা ঘোচানোর পালা।