সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের উদ্বুদ্ধ করতে কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টুঙ্গিপাড়ায় কুইজ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল হক।

বঙ্গবন্ধুর বাল্যকালে শিক্ষা জীবন শুরু হওয়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ শিক্ষার্থীকে আজ সকালে জাতির পিতার সমাধিসৌধে নিয়ে আসা হয়। সেখানে শিশুরা পুস্পস্তবক অর্পন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

এরপর সমাধিসৌধ কমপ্লেক্সের ওপেন থিয়েটারে বঙ্গবন্ধু, তার পরিবার,  এ ব্যাপারে তারা জ্ঞান লাভ করে। কিন্তু টুঙ্গিপাড়ার শিশুরা এ সুযোগ পায়না। তাই টুঙ্গিপাড়ার শিশুদের বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেছিলেন বঙ্গবন্ধু । এখানে তিনি ৩য় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

ওই বিদ্যালয়ের শিশুদের দিয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি। শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে পর্যায়ক্রমে টুঙ্গিপাড়া উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে।