রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে ছাত্রশিবির: নাছির উদ্দীন নাছির

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও গোলাম আযমের ছবি টাঙিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছিল। সেই পবিত্র স্থানে ছাত্রশিবির যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে। তিনি ছাত্রশিবিরকে একাত্তরের আল-বদর বাহিনীর উত্তরসূরি হিসেবে উল্লেখ করেন।

তিনি এই ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন। তার অভিযোগ, ভাইস চ্যান্সেলর ও প্রক্টর ছাত্রশিবিরকে প্রশ্রয় দিয়ে আসছেন, যার কারণে তারা এত বড় জঘন্য কাজ করতে পেরেছে। তিনি বলেন, যেকোনো কর্মসূচি পালনের জন্য প্রক্টরের অনুমতি লাগে এবং এই ঘটনা প্রমাণ করে যে প্রশাসন থেকেই অনুমতি ও পৃষ্ঠপোষকতা এসেছে।