রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল এলাকায় শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।

 

নিহত মাদক ব্যবসায়ীর নাম আফজাল (৩৫)। তিনি ওই উপজেলার বেগুনটাল গ্রামের আব্দুল করিমের ছেলে।

 

জানা যায়, সদর উপজেলার বেগুনটাল এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব-১২ সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এসময় গুলিবিদ্ধাবস্থায় আফজালকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।