বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেছেন, জুলাই বিপ্লব আমাদের নতুন করে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। আমরা রাত-দিন চেষ্টা করে যাচ্ছি, আপনারাও দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করে যান।
শনিবার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের যাইতুন অ্যাকাডেমি পরিদর্শন শেষে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।
প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেন, মাদ্রাসা শিক্ষা কারিকুলাম শুধু দেশেই নয় বিদেশেও প্রয়োজন রয়েছে। সারা বিশ্বে বাংলাদেশিদের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার ডিমান্ড রয়েছে।
এর আগে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যাইতুন অ্যাকাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আজহারী, ভাইস চেয়ারম্যান ড. মো. শহীদুল হকসহ অ্যাকাডেমির তাহফিজ বিভাগের শিক্ষক ও ছাত্ররা।
এসময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।