রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই জানিয়ে দিয়েছে হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না : এ‍্যানী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুলাই জানিয়ে দিয়েছে এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ‍্যানী। তিনি বলেন, জুলাই আন্দোলনের কারণে শেখ হাসিনার মতো ফ‍্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরুর আগে এসব কথা বলনে তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুরুতে বিগত ১৫ বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নিহতের স্মরণে করেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

তিনি বলেন, জুলাই জানিয়ে দিয়েছে এ দেশে আয়নাঘর থাকতে পারে না। আয়নাঘরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্রসহ সব রাজনৈতিক দলের গত এক বছরে নতুন দাবি এই অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার দৃশ্যমান বিচার। শেখ হাসিনার বিচার না হলে এই দেশের মানুষ ক্ষমা করবে না। এই বিচারটা এত বেশি প্রয়োজন যে তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।