রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এসময় তিনি সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্ব সহকারে পালনের নির্দেশনা দেন। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত কর্মসূচি পালনে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা দেন কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়াও ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহেদুর রহমান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মাঈন উদ্দিন মাসুদ, সালামুন নেসাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।