সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
ক্লাব ফুটবলের ইউরোপিয়ান মৌসুমের অবসান ঘটেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। বেশিরভাগ দেশেই ক্লাব ফুটবল পুরোপুরি শেষ। এই মুহূর্তে খেলোয়াড়রা ফিরেছেন নিজ নিজ দেশে। জাতীয় দলের ব্যস্ততা এখন ফুটবল অঙ্গনে।
বাংলাদেশ ব্যস্ত এএফসি বাছাইয়ের ম্যাচকে কেন্দ্র করে। ইউরোপে বিশ্বকাপ বাছাইয়ের সূচির পাশাপাশি আছে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের সূচি। লাতিন আমেরিকায় আছে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ব্যস্ততা। যেখানে এই জুন মাসেই নতুন শুরুর প্রত্যয়ে ক্যাম্প শুরু করেছে ব্রাজিল।

গেল কদিন আগে অনেকটা জলঘোলা করে ব্রাজিল তাদের কোচ হিসেবে নিয়োগ দেয় কার্লো আনচেলত্তিকে। ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ এবার আসছেন জাতীয় দলের ডাগআউটে। সেটাও আবার সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতে আসা ব্রাজিলের হয়ে।
কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে। জুন মাসের ৬ তারিখ ভোর ৫টায় ইকুয়েডরের ঘরের মাঠে খেলতে নামবে ব্রাজিল। আর আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় ১১ জুন ভোর ৬টা ৪৫ মিনিটে হবে ম্যাচটি।

ব্রাজিলের মতো আর্জেন্টিনাও তাদের জুন উইন্ডো শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। লাতিন অঞ্চলের বাছাইপর্বে একেবারে তলানিতে থাকা দল চিলির বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার পরের ম্যাচ ১১ জুন তারিখেই। বাংলাদেশ সময় ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া।

কনমেবল অঞ্চলের ফিফা বাছাইপর্বে বর্তমানে আর্জেন্টিনা আছে শীর্ষে। ব্রাজিল আছে চতুর্থ স্থানে। এখান থেকে শীর্ষ ৬ দল সরাসরি জায়াগা করে নেবে ৪৮ দলের বিশ্বকাপে।