রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুনে শুরু ‘অফিসার রিটার্নস’

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জুলাই, ২০১৮

 

রিটার্নস’ শিরোনামের সিনেমার ঘোষণা দেন পরিচালক বন্ধন বিশ্বাস। এবার মহরতে জানালেন, জুনে শুরু হবে চিত্রায়ন।

এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন নিরব ও জলি।

বুধবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। পরিচালক, অভিনয়শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ও ছবিটির প্রযোজক আব্দুল বাছেত।

বন্ধন বিশ্বাস জানান, পুলিশি অ্যাকশন নির্ভর গল্পে নির্মিত হবে ‘অফিসার রিটার্নস’। ২৫ জুন ঢাকাতেই শুটিং শুরু হবে।

ছবির নাম প্রসঙ্গে জানান, ‌‘অফিসার’ নামেই ছবিটি বানাতে চেয়েছিলেন। কিন্তু পরিচালক সমিতিতে এই নামে আরেকটি সিনেমার নাম নিবন্ধিত আছে।

এদিকে নিরব বলেন, ‘এই সিনেমাটির গল্প দারুণ। আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করব। নিজেকে তৈরি করেছি চরিত্রের জন্য। আর জলির সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি। আশা করছি আমাদের কেমিস্ট্রি পছন্দ করবেন দর্শক।’

‘অফিসার রিটার্নস’ নির্মিত হচ্ছে এফএনএ ফিল্মসের ব্যানারে।