বৃহস্পতিবার , ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জিদানের শিষ্য হয়ে গর্বিত হয়েছন রোনালদো

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ জুলাই, ২০১৮

ক্রিস্তিয়ানো রোনালদোর বয়স ৩৩ চলছে। এই বয়সেও আগের মত পারফর্ম করা কিছুটা কঠিনই। তবে এই পর্তুগিজ উইঙ্গারের ওপর চাপ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

তার অধীনে নিয়মিত বিশ্রামে থেকে খেলে চলতি মৌসুমে লস ব্লাঙ্কোসদের ১৩তম ও টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন রোনালদো। বৃহস্পতিবার হুট করেই জিদান রিয়ালের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এরপর এই কিংবদন্তির শিষ্য হতে পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গর্ববোধ প্রকাশ করেছেন রোনালদো।

বর্তমান সময়ের সেরা দুই ফুটবলারের একজন রোনালদো। জিদানও নিজের সময় রিয়াল ও ফ্রান্সের সেরা খেলোয়াড়ই ছিলেন। দুই সময়ের দুই কিংবদন্তিকে গুরু-শিষ্যের ভূমিকায় দেখার সৌভাগ্য করে দিয়েছিল এই স্প্যানিশ জায়ান্ট দলটি। তবে আড়াই বছর ও ৯ শিরোপার এই দৌঁড় কোন পূর্বাভাস ছাড়া জিদান নিজেই শেষ করে দিয়েছেন।

অথচ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পর রোনালদোর কথায় এমন ইঙ্গিত ছিল যে এই মহাতারকা লস ব্লাঙ্কোসদের সাথে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করতে পারেন। তিনি এমন কিছু না করলেও তার গুরু ঠিকই ছেড়ে যাচ্ছেন রিয়াল, নিজেকে কিছুটা সময় দেয়ার জন্য। কিংবদন্তি গুরুর এমন সিদ্ধান্তে শিষ্যের মাথা তো নুঁয়ে আসবেই।

তাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জিদানের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দ-মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আপনার খেলোয়াড় হতে পেরে আমি গর্বিত। অনেক ধন্যবাদ।