নয় বছর আগের ‘দোস্তানা’ ও ‘ব্লাফমাস্টার’-এর হিট জুটি অভিষেক বচ্চন-প্রিয়াঙ্কা চোপড়া আবার পর্দায় ফিরছেন। এবার তারা অনস্ক্রিনে বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন। তাদের মেয়ের চরিত্রে থাকছেন ‘সিক্রেট সুপারস্টার’ জায়রা ওয়াসিম।
জি নিউজ জানায়, স্পেশাল চাইল্ডদের নিয়ে সোনালী বসুর পরবর্তী ছবিতে জায়রার মা-বাবার চরিত্রে অভিনয় করবেন অভিষেক ও প্রিয়াঙ্কা।
ছবিটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হবে। স্পেশাল চাইল্ড আয়েশা চৌধুরীর জীবন অবলম্বনে হবে লেখা হচ্ছে গল্প।
আয়েশার চরিত্রেই দেখা যাবে ‘দঙ্গল’-খ্যাত জায়রাকে। আয়েশা তার শারীরিক বাধা পেরিয়ে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, পরে বইও লেখেন। তার জন্মের সময়ই ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন। পরে ১৩ বছর বয়সে পালমোনারি ফাইব্রোসিস নামে এক অসুখ ধরা পড়ে।
কিন্তু শারীরিকভাবে এতগুলো অসুখে আক্রান্ত হলেও কিছুই থামাতে পারেননি আয়েশাকে। সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে ২০১৫ সালে মাত্র আঠারো বছর বয়সে মৃত্যু হয়। সে সব নিয়ে এগুবে ছবির চিত্রনাট্য।
বর্তমানে সিনেমাটির প্রি-প্রডাকশনের নিয়ে ব্যস্ত রয়েছেন নির্মাতা। এ বছরের মাঝামাঝিতে শুটিং শুরুর কথা রয়েছে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আমেরিকান টিভি সিরিজ ও হলিউড সিনেমার কারণে বলিউড থেকে দূরে ছিলেন প্রিয়াঙ্কা। তিনি কয়েকদিনের মধ্যেই সালমান খানের বিপরীতে ‘ভারত’-এর শুটিং নিয়ে মাঠে নামবেন।