রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জার্মানির ইউরো গোল উৎস শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০২৪

সাম্প্রতিক সময়টা জার্মানির জন্য খুব একটা সুখকর না। গোলমুখে ভীতি ছড়াতে পারেন, এমন স্ট্রাইকারের সংকটে ভুগছে বেশ অনেকটা দিন ধরেই। গত কয়েক বিশ্বকাপে তো গ্রুপপর্বই পার হতে পারেনি তারা। এবারেও ইউরোতে তারা কাই হার্ভাটজকেই রেখেছে মূল স্ট্রাইকারের ভূমিকায়, যিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার। সাম্প্রতিক সময়ে অবশ্য জার্মানিতে অ্যাটাকিং মিডফিল্ডাররাই ভীতি ছড়াচ্ছেন। 

তরুণ প্রজন্মের সেই দুই মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ এবং জামাল মুসিয়ালাই ইউরোর উদ্বোধনী দিনে জার্মানির হয়ে আলো ছড়ালেন। কাই হার্ভাটজও মিশন শুরু করলেন গোল দিয়ে। বদলি নেমে জাত স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগও পেয়েছেন জালের সন্ধান। তাদের এমন দুর্দান্ত পারফর্মের দিনে স্কটল্যান্ড রীতিমত উড়েই গিয়েছে। ভাগ্যগুণে পেয়েছিল একটি আত্মঘাতী গোল। ৫-১ গোলের জয় দিয়ে এবারের ইউরো শুরু করল স্বাগতিক জার্মানি।

শক্তিশালী জার্মানির বিপক্ষে দলকে লো-ব্লকে খেলানোর চেষ্টা করেছেন স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক। ৫ জনের রক্ষণভাগ দেখেই বোঝা গিয়েছিল কিছুটা সাবধানী ফুটবল খেলতে চায় স্কটিশরা। তবে সেই চেষ্টায় খুব একটা সফল হননি তিনি। বরং ভয়টাই যেন পেয়ে বসেছে তাদের। ডেডলক ভাঙতে জার্মানির সময় লেগেছে মোটে ১০ মিনিট। জশুয়া কিমিখের পাস থেকে জার্মানির প্রথম গোলটা করেন লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ।

২১ বছর বয়সী এই মিডফিল্ডার ইউরোতে জার্মানির হয়ে উদ্বোধনী গোলদাতাদের মধ্যে সর্বকনিষ্ঠ। খানিক বাদে তারুণ্যের জোয়ারে যোগ দেন জামাল মুসিয়ালা।  ২১ বছর ১০৯ দিনে এসে ইউরোতে গোল পান মুসিয়ালা। ইউরোর ইতিহাসে এই প্রথম একই ম্যাচে কোনো দলের ২১ বছর বা এর চেয়ে কম বয়সী দুজন খেলোয়াড় গোল করলেন।