1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জার্মানিতে বাংলাদেশি ছাত্রের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

জার্মানিতে বাংলাদেশি ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

জার্মানিতে উচ্চশিক্ষার্থে আসা মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রীতম নামে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত ৬ জুন তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রীতম বার্লিনের প্রতিবেশী অঙ্গরাজ্য ব্রান্ডেনবুর্গের টেকনিক্যাল হাইস্কুল ভিলডাউতে স্নাতক (ডিগ্রী) ষষ্ঠ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর উলরিকে টিপে, ফ্যাকাল্টি অব বিজনেস, কম্পিউটিং অ্যান্ড ল ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ক্রিস্টিয়ান মুইলার জানান, প্রীতম ইউরোপিয়ান বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রির মেধাবী একজন ছাত্র ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশে থাকা স্ত্রী ও পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা স্পষ্টভাবে জানা না গেলেও স্থানীয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ তার পরিচিত কয়েকজন প্রবাসীর ধারণা, অত্যন্ত বিনয়ী ও সহজ সরল প্রীতম জার্মানিতে আসার পর থেকেই প্রচন্ড হতাশাগ্রস্ত ছিলেন। পড়াশোনার পাশাপাশি বার্লিন ও ব্রান্ডেনবুর্গে খণ্ডকালীন চাকরি জোগাড় করতে না পারা, পারিবারিক চাপ সামলাতে না পারা, অর্থনৈতিক সংকট ও একাকীত্বের কারণে প্রীতম আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে ব্রান্ডেনবুর্গ অঙ্গরাজ্যের পুলিশের অপরাধ দমন বিভাগ তার মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত করছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে প্রীতমের মৃত্যুতে সবাই যাতে শোক জানাতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরির প্রথম তলায় ১০ নম্বর হলে একটি শোক বই রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ দিকে শোক বইটি প্রীতমের পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। অত্যন্ত বিনয়ী ও সহজ সরল প্রীতমের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। তিনি নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট