শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

জার্মানিতে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নানান আয়োজনে উদ্দীপনার মাধ্যমে বার্লিনে একটি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি পূর্ব শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

জার্মানি পূর্ব শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জার্মানির পূর্ব শাখার সংগঠনের সদস্য সচিব মোঃ ইব্রাহীম সারোয়ারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন জার্মানি স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মানির সাবেক সভাপতি আকুল মিয়া ও প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান,সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ,সাবেক সহ-সভাপতি অপু চৌধুরী।

বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম সিকদার,স্বেচ্ছাসেবক দল জার্মানি পূর্ব এর ১নং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,২নং যুগ্ম আহবায়ক জাকের হোসেন,এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ওযায়ের আহমেদ পলাশ,সুজন সামাদি, মোহাইমিনুল ইসলাম মিশু, সাজ্জাদ হোসেন আলিফ মোল্লা,রাজিবুল হোসেন,যুবদল নেতা রুহেল আমিন,একরাম হোসেন,মোঃ রিদোয়ান সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও জাতীয়তাবাদী দল,স্বেচ্ছাসেবক যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।