1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাব উই মেট’র কারণে জেল হতো পরিচালক ইমতিয়াজের - NEWSTVBANGLA
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

জাব উই মেট’র কারণে জেল হতো পরিচালক ইমতিয়াজের

প্রতিনিধি

এখনও দর্শকদের মাঝে আলোচনায় চলে আসে বলিউড সিনেমা ‘জাব উই মেট’। সেই সিনেমায় শাহিদ কাপুর ও কারিনা কাপুরের জুটি দেখে প্রেমে পড়েছিলেন তাদের অনুরাগীরা। তাই তো বাস্তব জীবনে তাদের বিচ্ছেদের খবরে ভেঙে পড়ে দর্শক।

‘জাব উই মেট’- পরিচালনা করেছিলেন ইমতিয়াজ আলি। আর এই ছবির জন্য নাকি আইনি জটে পড়েছিলেন তিনি, জেল খাটার উপক্রম হয়ে ওঠে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইমতিয়াজ। মূলত রতলাম শহরে ছবির একটি দৃশ্যের শুটিং হয়। কিন্তু সেখানকার স্থানীয়রা মোটেই পছন্দ করেননি ছবিতে এই অঞ্চলকে পতিতালয় হিসেবে দেখানোটা। এমনকী ইমতিয়াজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন তারা।

এ প্রসঙ্গে কথা বলতেই ইমতিয়াজ বলেন, ‘রতলামে এমন দৃশ্য শুটিংয়ের কারণে প্রথমবার আমার বিরুদ্ধে আদালতের সমন জারি করা হয়। তারপর জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চার্জশিটে বলা হয়েছিল, সুস্বাদু খাবারের জন্য পরিচিত এই শহরটি ছবিতে পতিতালয় হিসেবে দেখানোয় সেটার বদনাম হয়েছে। অভিযোগ অনুসারে, ছবিটি শহরের খ্যাতি ক্ষুণ্ন করেছিল।’

এই পরিস্থিতি এমন জটিল করে তুলেছিল যে ইমতিয়াজ তার পরবর্তী প্রকল্প ‘লাভ আজ কাল’-এর শুটিং শুরু করার পরেও এই ঝামেলা মেটেনি।‌ তাই নাকি বেশ কিছুদিন বন্ধও ছিল সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘লাভ আজ কাল’-এর শুটিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট