1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় স্টেডিয়ামে ফের চরম বিশৃঙ্খলা, গ্যালারিতে বাক-বিতণ্ডায় সাবেকরা - NEWSTVBANGLA
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

জাতীয় স্টেডিয়ামে ফের চরম বিশৃঙ্খলা, গ্যালারিতে বাক-বিতণ্ডায় সাবেকরা

প্রতিনিধি

বিকেল ৫টায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রবেশপথ বন্ধের কথা জানিয়েছিল বাফুফের টিকেটিং পার্টনার টিকিফাই। তবে সেটা হয়নি। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত গেইটের বাইরে ছিলেন অপেক্ষমান ফুটবল ভক্তরা। স্টেডিয়ামের ১ নম্বর গেইটে ছিল বাংলাদেশ ফুটবল আল্ট্রাস সমর্থকদের বড় অংশ। 

শুরুতে তাদের অবস্থানের বাধায় পড়েন বাফুফের একাধিক কর্মকর্তার গাড়ি। পরে তাদেরকে একপর্যায়ে শান্তিপূর্ণভাবেই প্রবেশ করানো হয়। ভুটান ম্যাচের মতো এদিনও বিশৃঙ্খলার কেন্দ্রে ছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সংলগ্ন ৪ নম্বর গেইট।

গেইটের বাইরে কালোবাজারি টিকেট নেওয়ার প্রচেষ্টা থেকেই প্রথম গোলযোগের শুরু। সমর্থকদের মাঝে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। এই সময়েই টিকিট চেকিংয়ের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মূল ফটকে চলে আসেন ভক্তরা। একপর্যায়ে ৪ নম্বর গেইট খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

মুহূর্তের মাঝেই শত শত আল্ট্রাস দর্শক স্লোগান দিয়ে স্টেডিয়ামে প্রবেশের বিভিন্ন গেইটে জড়ো হন। ১৪, ১৫ এবং ১৮ নম্বর গেইটের সামনে জড়ো হন শত শত সমর্থক। এসময় তাদের মুখে “নো আল্ট্রাস, নো ফুটবল”, “উই আর আল্ট্রাস” এসব স্লোগান শুরু হয়।

একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করেন। পুরোটা সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিপাকের মুখে পড়েছিলেন একাধিক সাংবাদিক–ও।

এদিকে, প্রায় একইসময়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতেও বেড়েছে দর্শক সমাগম। ১৮ হাজার ৩০০ ধারণ ক্ষমতার স্টেডিয়াম এখন অনেকটাই স্বাগতিক দর্শকে পরিপূর্ণ।

স্টেডিয়ামের গেটের বিশৃঙ্খলার মতো গ্যালারিতেও ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জাতীয় দলের নারী ফুটবলাররা ও সাবেক জাতীয় ফুটবলারদের অনেকে মিডিয়া বক্সের নিচের গ্যালারিতে বসেছিলেন। নারী ফুটবলার ও সাবেক তারকাদের সঙ্গে সাধারণ দর্শকও ছিলেন কয়েকজন।

কিংবদন্তি ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, আলফাজ আহমেদ ও বিপ্লব ভট্টাচার্য্যসহ আরও কয়েকজন সাবেক একসঙ্গে বসেছিলেন। খেলা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে কিংবদন্তি ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরকে উত্তেজিত ভঙ্গিতে দেখা যায়। সাবেক এই তারকা ফুটবলারের উদ্দেশ্যে সমর্থকদের দুই-একজন আবার আঙুল উঁচিয়ে উচ্চবাচ্য করছিলেন। বাফুফের এক স্টাফ উভয় পক্ষকে শান্ত করেন ১০ মিনিট সময় ব্যয় করে।

বাংলাদেশের ফুটবলের সোনালী দিনের তারকা রুম্মন বিন ওয়ালী সাব্বির। দেশের অন্যতম কিংবদন্তি ফুটবলার আলফাজ আহমেদ। সাধারণ দর্শকদের সঙ্গে আসন নিয়ে কথা চালাচালিতে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি হয়। এমন পরিস্থিতির জন্য বাফুফেই দায়ী। সাবেক তারকা ফুটবলারদের আরও সংরক্ষিত কিংবা উন্নত পর্যায়ের ভিআইপি টিকিট প্রদান করতে পারলে এরকম পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল বলে মনে করেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট