সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় দল থেকে অবসরের পরদিনই ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব পেলেন পুরান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জুন, ২০২৫

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান। এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখার কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাস্ততাও তার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার একটি অন্যতম কারণ।

জাতীয় দল থেকে অবসরের পরদিনই পুরানের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মেজর লিগ ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্ক। এর আগে দলটির অধিনায়ক হিসেবে ছিলেন আরেক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড।

মূলত গত আসরে পুরানের পারফরম্যান্সই তাকে নেতৃত্ব পেতে সাহায্য করেছে। ২০২৩ সালের মেজর লিগ ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন পুরান। ব্যাট হাতে ১৬৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৮৮ রান। ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে এমআই নিউ ইয়র্ককে জিতিয়েছিলেন মেজর লিগের প্রথম শিরোপা।

এ বছরের মেজর লিগ ক্রিকেট শুরু হচ্ছে ১২ জুন থেকে। উদ্বোধনী ম্যাচে সান ফ্রান্সিস্কো ইউনিকর্ন্সের বিপক্ষে। এমআই নিউ ইয়র্ক মাঠে নামবে আগামী ১৩ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ১৩ জুন।

গতকাল অবসরের ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে পুরান লিখেছেন, ‘অনেক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পুরান তার পোস্টে উল্লেখ করেন, ‘মেরুন জার্সি পরা, জাতীয় সংগীতের সময় দাঁড়ানো, এবং প্রতিবার মাঠে নেমে নিজের সবকিছু উজাড় করে দেওয়া—এই অনুভূতিগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের অধিনায়ক হওয়া ছিল আমার জন্য একটি সম্মান, যা আমি সবসময় হৃদয়ে ধারণ করে রাখব।’