1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় দলের নির্বাচক প্যানেলে আরও একজনকে নিচ্ছে বিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

জাতীয় দলের নির্বাচক প্যানেলে আরও একজনকে নিচ্ছে বিসিবি

খেলা :

বর্তমানে জাতীয় দলের নির্বাচক প্যানেলে প্রধান হিসেবে গাজী আশরাফ লিপু ও তার সহকারীর দায়িত্বে আছেন আব্দুর রাজ্জাক (ছবি সংগৃহিত)

গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। হান্নানের পদত্যাগের পর নতুন করে বিসিবি তার জায়গায় কোনো নির্বাচককে নিয়োগ দেয়নি। গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক রাজ এই দু’জন মিলেই গেল ৫ মাস ধরে দায়িত্ব সামলাচ্ছেন নির্বাচক প্যানেলের। যেখানে নতুন করে আরেকজনকে যুক্ত করতে যাচ্ছে বিসিবি।

নতুন করে বিসিবি আরও এক নির্বাচককে নিয়োগ দিতে চায় বলে আগেই জানা গিয়েছিল। গতকাল বিসিবির সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন নতুন নির্বাচক নিয়োগের কথা। তবে কে দায়িত্ব পেতে যাচ্ছেন তা এখনও তিনি নিশ্চিত করেননি।
জাতীয় দলের নির্বাচক করতে সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি, তিনি বর্তমানে নারী দলের নির্বাচকের দায়িত্বে আছেন

বুলবুল বলেন, ‘আমাদের এখানে তিনজন জাতীয় দলের জন্য সিলেক্টর ছিল। একজন চলে গেছে, এখন দুইজন আছে। আমরা সেখানে কীভাবে আরেকজন যুক্ত করতে পারি (আলোচনা হয়েছে)। দুজনের ক্ষেত্রে দায়িত্বটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। নীতিগত সিদ্ধান্তে বেশ কিছু নাম এসেছে, সেই আলোচনা এখনও চলছে, কোনো কিছু ফাইনাল হয়নি।’

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছেন, শিপনের সঙ্গে বিসিবির কথা চলছে। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে পারেন নতুন সহকারী নির্বাচক। তবে নারী দলের বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন সেখানে, এরপর যোগ দিতে পারে পুরুষ দলে। সেই সময় পর্যন্ত শিপনের জন্য বিসিবি অপেক্ষা করবে কি না তা সময়ই বলে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট