সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া অনাকাঙ্খিত বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) নওগাঁ জেলার মান্দা উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা সকলেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন,“আমরা এই দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আমরা সকলে মিলে প্রার্থনা করেছি।”