1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্রদল নেতার নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা - NEWSTVBANGLA
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

ছাত্রদল নেতার নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

নরসিংদী জেলা প্রতিনিধি।

দীর্ঘ বছর পর নরসিংদীর রায়পুরা উপজেলায় ছাত্রদলের নেতা আখলাকুর রহমান সজিবের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা (সু-ডাউন) অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শহরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

পরে নরসিংদীতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রদল নেতা সজিব ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে ওয়াসিম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদ, ছাত্রনেতা সুমন মিয়া ও মো. রনি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, “দীর্ঘদিন পর ছাত্রদলের এমন আয়োজন দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।”
জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “আখলাকুর রহমান সজিব আমার স্নেহভাজন ও একজন ত্যাগী ছাত্রদল নেতা। দুঃশাসনের আমলে তাকে দীর্ঘদিন মামলা-হামলার ভয় নিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আজ সে সংগঠনের জন্য আবার মাঠে নেমেছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট