বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

চুল পড়ার সমস্যা আমাদের সবার কাছেই বেশ পরিচিত। কারণ এই সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। বাড়তি চুল পড়া বন্ধ করতে চাইলে নিতে হবে কিছু বাড়তি যত্ন। তবে শুধু বাইরে থেকে যত্ন নেওয়াই যথেষ্ট নয়, সেইসঙ্গে খেয়াল রাখতে হবে খাবারের তালিকার দিকেও। সেখানে রাখতে হবে এমন সব খাবার, যেগুলো নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হবে দ্রুতই। বায়োটিন সমৃদ্ধ খাবার এক্ষেত্রে বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে-

ডিম

বায়োটিন সমৃদ্ধ একটি খাবার হলো ডিম। আমরা প্রায় সবাই নিয়মিত ডিম খেয়ে থাকি। যদি সুন্দর চুল পেতে চান, তাহলে ডিম খাওয়ার দিকে মনোযোগী হতে হবে। চুল পড়া বন্ধ করতে এটি বেশ কার্যকরী। ডিমের কুসুম বায়োটিনের ভালো উৎস। সেইসঙ্গে ডিমে রয়েছে প্রোটিন। প্রোটিন আমাদের চুলের গঠন ও বৃদ্ধিতে মূখ্য ভূমিকা রাখে।

মিষ্টি আলু

উপকারী একটি সবজি মিষ্টি আলু। এটি কেবল খেতেই সুস্বাদু নয়, বরং অনেক পুষ্টিগুণে ভরপুর। এই আলুতে থাকা বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যারা চুল পড়া বন্ধ করতে চান তারা নিয়মিত মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করুন। এতে চুল পড়া বন্ধ হবে ও চুলের বৃদ্ধি দ্রুত হবে। সেইসঙ্গে চুল হবে ঘন ও ঝলমলে।

পালং শাক

পালং শাক খেতে কে না পছন্দ করেন! সুস্বাদু এই শাকের রয়েছে অনেক উপকারিতা। পালং শাক আয়রন, ভিটামিন এ ও সি এবং বায়োটিনের একটি ভালো উৎস। এসব উপকারী উপাদান চুল ভালো রাখতে দারুণ কার্যকরী। তাই চুল পড়া বন্ধ করার জন্য নিয়মিত খাবারের তালিকায় রাখুন উপকারী এই শাক।

বাদাম

মুঠো মুঠো বাদাম আড্ডা কিংবা মন খারাপের সঙ্গী হতেই পারে। এখানেই শেষ নয়। বাদাম খাওয়ার রয়েছে অনেকগুলো উপকারিতা। তার মধ্যে অন্যতম হলো এটি চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকরী। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।