আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ধামরাই, রায়েরবাগ ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাফিজুল শেখ (৩৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাও থানার শফিকুল ইসলাম (২৯), ঢাকার ধামরাই থানার কেলিয়া গ্রামের আমির হোসেন (৩০), ধামরাইয়ের শাশন গ্রামের জাকির হোসেন রাজা (৩৪) ও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার ডাহিরপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪৭)। এর আগে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসির ও জসিম নামে আরও দুই জনকে আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছিলো আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবি পুলিশ জানায়, ২০২২ সালের ৮ জুলাই গাবতলি গরুর হাট থেকে গরু বিক্রির ১৯ লাখ টাকা নিয়ে গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুরের উদ্দেশ্যে রওনা দেন গরু ব্যবসায়ী সিদ্দিক হোসেন (৫০), কিসমত আলী (৫৩), হানফি (২৮) ও কালু (৩০)। এ সময় গাবতলী ব্রিজ থেকে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন তারা। পথিমধ্যে বাসটি আমিনবাজার এলাকা পার হলে যাত্রী বেশে বাসে থাকা ১৩ থেকে ১৪ জনের একটি ডাকাত দল তাদের হাত-পা বেঁধে মারধর করে। পরে টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় চলন্ত বাস থেকে তাদের ফেলে দেয়। এ ঘটনায় ১৩ জুলাই সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীদের একজন সিদ্দিক হোসেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় ইতিপূর্বে বাসচালক জসিমকে গ্রেপ্তার করি। এর আগে একই ঘটনায় নাছির নামে অপর এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।