শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

চার দিন ধরে বঙ্গোপসাগরে ভেসে থাকা ১৩ জেলে উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

চার দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার
চার দিন পর বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে ‘এমভি মা-বাবার দোয়া’ ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্টগার্ড মোংলা সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার দুপুর ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল আসে এমভি মা বাবার দোয়া নামে একটি ফিশিং ট্রলার গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান আছে। মাছ ধরার ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক অভিযানে যায়। এরপর উদ্ধারকারী দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে ১৩ জেলেকে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, উদ্ধার করা ট্রলারটির মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলারটি দুবলার চরে নিয়ে মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে বরিশালে নিয়ে যাবে।

জানা যায়, ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে জেলেদের নিয়ে সমুদ্রে যাত্রা করে। ৮ দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিল। তবে ট্রলারে থাকা খাদ্যসামগ্রী ফুরিয়ে আসছিল বলে জেলেদের বরাত দিয়ে জানায় কোস্টগার্ড।