রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘চাণক্য’ ছবিতে অজয়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

নিরাজ পান্ডে পরিচালিত ‘চাণক্য’ ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন। আজ বুধবার সকালে একটি টুইটার বার্তায় তিনি এ কথা জানান।

 

ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধা, রাজনীতিবিদ, দার্শনিক ও অর্থনীতিবিদ ‘চাণক্য’র জীবনী নিয়ে তৈরী হবে এই ছবিটি।

 

অজয় বলেন, আমি এই ছবিতে অভিনয়ের জন্য খুব আগ্রহী। আমি নিরাজ পান্ডের কাজ খুব ভালভাবে লক্ষ্য করেছি এবং আমি জানি সে কাহিনীর সচ্ছতা ও আবেগ যথাযথভাবে ফুটিয়ে তুলবে।

 

স্পেশাল ছাব্বিশ, বেবি, রুস্তম ছবির পরিচালক নিরাজ বলেন, আমি এ ছবিটি নিয়ে কাজ করার কথা অনেক আগে থেকে ভাবছি। এটি আমার জন্য বেশ রোমাঞ্চকর কাজ হবে এবং আমি নিশ্চিত দর্শক চাণক্যের চরিত্রে অজয়কে খুব পছন্দ করবে।