রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া‌ নিয়োগপত্র প্রদান, চক্রের চার জন আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

আটককৃতরা হলো মোঃ আনোয়ারুল হক, রুবিনা আক্তার, খাদিজা জাহান ও মোঃ কামরুল ইসলাম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাত ১০:৪৫টায় ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার নর্থ টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম বলেন, মোঃ মকছেদুল ইসলাম আদর্শ সিকিউরিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।  আসামিরা নিজেদের  ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে মকছেদুলের এলাকার মাসুদ রানা ও মাহফুজুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরি পাইয়ে দিবে বলে আশ্বস্ত করে। মাসুদ রানা ও মাহফুজুর রহমান ১২ জুন ও ৫ জুলাই ২০২২ খ্রি. তারিখে আসামিদেরকে সর্বমোট ১০ লাখ টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর আসামিরা মাসুদ রানা ও মাহফুজুরকে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগপত্র প্রদান করে। এই নিয়োগপত্র নিয়ে চাকরিপ্রত্যাশীরা সংশ্লিষ্ট দপ্তরে গেলে জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া।

গোয়েন্দা কর্মকর্তা বদরুজ্জামান জিল্লু,  বিপিএম বলেন, গত ২৭ জানুয়ারি ২০২৩ খ্রি.  মকছেদুলের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় একটি মামলা হয়। মামলাটির  তদন্ত শুরু করে গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। তথ্য উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ২৮ জানুয়ারি ২০২৩ খ্রি.  রাতে উত্তরা পূর্ব নর্থ টাওয়ার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের উত্তরা পূর্ব থানার রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।