চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম জাফরাবাদ এলাকার ঢালী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং একই এলাকার খান বাড়ির মৃত আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম জাফরাবাদ এলাকার ঢালী বাড়িতে আনোয়ার খান ঢালী কোনো কাজে যান। পরে ওই বাড়ির মন্টু ঢালীর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় ঘরের বেড়ার টিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকেই আহত অবস্থায় ঘটনাস্থল থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।
চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা করা হয়েছে।