সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরকিতে একসঙ্গে দেখা যাচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জুন, ২০২৫

রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা একসঙ্গে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

কোরবানির ঈদের একদিন আগে শুক্রবার (৫ জুন) থেকেই ওটিটি প্ল্যাটফর্মে আলোচিত এই চারটি সিনেমাই দেখা যাচ্ছে।

এর আগে এক সংবাদি বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, চার সিনেমা নিয়ে এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছেন, তাদের এই পরিকল্পনা কেবল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। তিনি বলেন, ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার-স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো যারা দেখতে পারেননি, তারা যাতে ঘরে বসে দেখতে পারেন, চরকি সেই সুযোগ করে দিচ্ছে বলে জানিয়েছেন রনি।

রনি বলেন, ‘দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ নেই বা সব সিনেমা প্রদর্শিত হয়নি। অনেক দর্শক সব সিনেমা দেখার সুযোগ পায়নি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবে।’

শাকিব খানের বরবাদ
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল।

প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এই সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার।

নিশোর দাগি
মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্পে ‘দাগি’ সিনেমাটি বানিয়েছেন পরিচালক শিহাব শাহীন। যেখানে জুটি বেঁধেছেন নিশো ও তমা মির্জা। তারা একসঙ্গে কাজ করেছিলেন সুড়ঙ্গ সিনেমাতেও।

‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

প্রেম ও প্রতিশোধের গল্পে ‘জংলি’
এম রহিমের পরিচালনায় প্রেম ও প্রতিশোধের গল্পে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী। সত্য ঘটনা অবলম্বনে ‘জংলির’ গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।

‘জংলির’ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।

মোশাররফের ‘চক্কর ৩০২ ’
সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা ‘চক্কর ৩০২ ’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মইনুল নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি।