চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর ১ম পর্যায়ে সমাপ্তকৃত ভবনের উদ্বোধন করা হয়েছে। ২২৫ আসন বিশিষ্ট ছাত্রীদের জন্য নির্মিত এ হলের ১ম পর্যায়ের নির্মাণ কাজের মোট ব্যয় ১১ কোটি ২৮ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৭ মে) সাড়ে ১২টার দিকে নতুন এই হলের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য বলেন, অসাধারণ প্রতিভাধর ও বুদ্ধিদীপ্ত মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকৃত্রিম বন্ধু ও কর্মপ্রেরণার উৎস এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পথে একজন বিচক্ষণ পরামর্শক।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে বিভিন্ন সংগ্রাম-আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে এ মহিয়সী নারীর অসামান্য অবদান সর্বজন স্বীকৃত। বঙ্গমাতার নামে নামকরণকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ হলটি যুগ যুগ ধরে তাঁর স্মৃতিকেই বহন করবে।
এসময় উপাচার্য এ হল নির্মাণের কাজের মান-এর ব্যাপারে মূল্যায়ন কমিটির রিপোর্টের আলোকে সংশ্লিষ্ট ঠিকাদারকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাকী কাজসমূহ দ্রুত এবং সঠিক মান বজায় রাখার কঠোর নির্দেশ প্রদান করেন।
পরে চবি উপাচার্য উপস্থিত সকলকে সাথে নিয়ে নামফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারসহ বিভিন্ন অনুষদ সমূহের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, হলসমূহের প্রভোস্টবৃন্দ, প্রধান প্রকৌশলী ও প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক