সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জুন, ২০২৪

বৃহস্পতিবার দিবাগত রাতে লোহাগাড়ার চুনতি ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নাছিমুল নগরের কোতোয়ালি থানার রাজাপুকুর লেন আন্দরকিল্লা এলাকার সিরাজুল ইসলামের ছেলে। কয়েকবছর আগে নাছিমুল ওয়ালটনের চট্টগ্রাম বিভাগীয় ডিলার ছিলেন। এই ব্যবসার জন্য বিভিন্ন ব্যাংক এবং ব্যক্তি থেকে টাকা নেন। পরবর্তীতে এসব টাকা না দিয়ে তিনি পালিয়ে যান। এরপর একে একে তার বিরুদ্ধে আদালতে ১৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৮টিতেই বিচারিক প্রক্রিয়া শেষে সাজা হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান শুভ  বলেন, আদালতের সাজা পরোয়ার ভিত্তিতে নাছিমুল নামে একজন লোহাগাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে ১৮টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার সাজা পরোয়ানামূলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।