রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বিএনপির মিছিল-সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে শোভাযাত্রা করছে বিএনপি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন নগর জমিয়তুল ফালাহ মসজিদের আশপাশের এলাকায়। সেখানে অস্থায়ী মঞ্চ করে দলটির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদের।

নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, শোভাযাত্রা উপলক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে গাড়িযোগে বিএনপি নেতাকর্মীরা রওনা দেয়। একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে তারা খণ্ড খণ্ড মিছিল করে জমিয়তুল ফালাহ মসজিদ এলাকার সমাবেশে যোগ দেয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম।