রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা টিপু দাশ গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক টিপু দাশ গোপাল ওরফে গোপাল দাশ টিপুকে (৩৫) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) থানার পাথরঘাটা পুলিশ ফাড়ির অধীন ব্রিকফিল্ড রোড মতিনাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিপু দাশ কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার হরিজল দাশের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, টিপু রাষ্ট্রদ্রোহ, খুন, অ্যাসিড নিক্ষেপ, বিস্ফোরক ও কোর্ট বিল্ডিং ভাঙচুরসহ নানা অভিযোগে দায়ের হওয়া ১০টি মামলার আসামি। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।