সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ক্যাম্প করতে যাচ্ছে এইচপি দল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। যেখানে দেশের অধিকাংশ তরুণ ক্রিকেটারদের এক প্ল্যাটফর্মে এনে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়। গেল মাসে দক্ষিণ আফ্রিকার তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলেছিল আকবর আলির দল। 

চলতি মাসে আবারও মাঠে নামতে যাচ্ছে এইচপির ক্রিকেটাররা। তবে এবার খেলার জন্য নয়, অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে এইচপির ক্রিকেটাররা। আগামী ১২ তারিখ রিপোর্টিং করার কথা রয়েছে ক্রিকেটারদের। এরপর কয়েকদিন ধরে চলবে স্ক্রিন টেস্ট।

পরবর্তীতে ১৬ তারিখ থেকে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্টিত হবে ক্যাম্প। যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। এরপর রাজশাহীতে আবার অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছো। জানা গেছে এবারের অনুশীলন ক্যাম্পে থাকতে পারে ২৮ সদস্যের দল।