রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে আরো একজনের করোনা শনাক্ত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ জুন, ২০২৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৪ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা) ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা পজিটিভ পাওয়া যায়। ৪০ বছর বয়সী আক্রান্ত ওই ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ঢাকার নির্দেশনা অনুযায়ী আমরা নমুনা পরীক্ষা করছি। আক্রান্তদের পর্যবেক্ষণে রাখছি। জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

এদিকে, এ নিয়ে গত কয়েকদিনে চট্টগ্রামে মোট ৯ জনের শরীরে করোনা জীবাণু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৪ জন। তাদের মধ্যে ৭ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা।