রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঘোষণাপত্র শুনে মনে হয়েছে— শেষ হয়েও হইল না শেষ : মঞ্জু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ফাইল ছবি
আমরা আশা করেছিলাম প্রত্যাশা দীপ্ত অঙ্গীকার থাকবে জুলাই ঘোষণাপত্রে। কিন্তু সেটা পাইনি। অনেক কিছুই আশা করেছিলাম। দৃঢ় অঙ্গীকারের বিষয়টি না থাকায় খানিকটা হতাশা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, ঘোষণাপত্র শুনে মনে হলো শেষের দিকে এসে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আমাদের মনে হয়েছে যেন, শেষ হয়েও হইল না শেষ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে মঞ্জুর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিশেষ করে আমরা দ্বিতীয় রিপাবলিক চেয়েছিলাম, যেটা জুলাই ঘোষণাপত্রে থাকবে। আরও অনেক কিছু চেয়েছিলাম, সেগুলো এখানে নেই।

তিনি বলেন, আমরা অনেক আশা করেছিলাম যে জুলাই ঘোষণাপত্রে দৃঢ় একটা অঙ্গীকারের কথা থাকবে। আমাদের প্রথম স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাটা ছিল যে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আমাদের আক্ষেপ ছিল যে, সেগুলো আমরা পূরণ করতে পারি নাই। এবারও আমরা চেয়েছিলাম যে, সেরকম একটা প্রত্যাশা দীপ্ত অঙ্গীকার থাকবে।

মঞ্জু বলেন, ঘোষণাপত্র শুনে মনে হলো শেষের দিকে এসে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আমাদের মনে হয়েছে যেন, শেষ হয়েও হইলো না শেষ। মানে আশা পূর্ণ হয়েও কিছুটা অপূর্ণতা রয়ে গেছে। তারপরও আমরা মনে করি— এটি বড় একটা ঘটনা। ইতিহাস সৃষ্টিকারী ইভেন্ট আমাদের দেশে হয়েছে। আমরা আশা করি আজকের এই ঘোষণাপত্র নতুন প্রজন্মকে নতুন করে জাগ্রত করবে। দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।