দিনাজপুর জেলার ঘোড়াঘাটে গতরাতে ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালকসহ ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।
দিনাজপুর ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ওই সড়ক দুর্ঘটনা তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত দুজনের মধ্যে বিনয় চন্দ্র দাস (২৫) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার পালশা ঢেওয়াপাড়া গ্রামের বিকারী চন্দ্র দাসের পুত্র। অপর জন জিতু ইসলাম (১৬) একই উপজেলার চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের পুত্র। পেশায় তারা মোটর সাইকেল মেকার।
ঘোড়াঘাট থানার পুলিশের এস আই মেহেদী হাসান জানান, গত রোববার রাত সাড়ে ১০ টার স্থানীয় ডুগডুগি বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে রানীগঞ্জ বাজারের দিকে যাবার সময় চৌড়িয়া মোড়ে বিপরীতমুখী ব্যাটারি চালিত একটি অটোভ্যানের সাথে সংঘর্ষ ঘটে ৷
এতে দুর্ঘটনাস্থলে মোটর সাইকেল চালক বিনয় চন্দ্র দাস এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে জিতু ইসলাম মারা যায় । তাকে মৃত বলে ঘোষণা করেছেন উপজেলা স্বস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব। এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন তারা।