নাটোরের লালপুরে গোসলে নেমে পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)। তার বাড়ি একই উপজেলার পালিদাহ গ্রামে। তিনি ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মানু খাতুন নাতিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে মানু খাতুনের মরদেহ পাওয়া যায়। পরে একই পুকুর থেকে আল-আমিনের মরদেহও উদ্ধার করা হয়।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার সাজেদুল ইসলাম বলেন, আল-আমিন তার মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে তার নানির সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে তারা আর ফেরেনি। খোঁজ নিয়ে পরে পুকুর থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আল-আমিনের মরদেহ তার বাবার বাড়ি পালিদাহ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।