সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

রোববার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. রেজাউল মওলা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিরোজপুর থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।